জুলাই ঘোষণাপত্র — বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাবনা"*
২৬ মে ২০২৫, সোমবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ (PUNAB) আয়োজিত
"*জুলাই ঘোষণাপত্র*: *বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাবনা"।* শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রণীত ঘোষণাপত্রের বাস্তবায়নে অংশগ্রহণকারী ও সহযোগী শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসকদের মতামত, পরামর্শ ও দিকনির্দেশনাগুলো সংগ্রহ ও তা কার্যকর করা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং সকল বৈধ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আমাদের আজকের আয়োজন যে সকল সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন:
*ডাঃ ফারজানা ইসলাম রূপা*
এডজয়েন্ট ফ্যাকাল্টি, আই ইউ বিটি এন্ড বি ইউ পি ইউনিভার্সিটি
ডাক্তার, পিজি হাসপাতাল
*তানজিমুর রহমান রাফি*
সহ- সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সভাপতি
বাংলাদেশ ছাত্র ইউয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা
*মাসুদ রানা জুয়েল*
প্রেসিডেন্ট
বাংলাদেশ ছাত্র আন্দোলন
*ফারহান হাবিব*
এ্যালামনাই, ইউল্যাব
২০১৫ নো ভ্যাট প্রটেস্ট (প্রধান সমন্বয়ক)
*মিঠু মোহাম্মদ*
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
ভ্যাট আন্দোলন (যুগ্ম সমন্বয়ক)
২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের মিথ্যা মামলায় হুকুমের আসামী।
PUNAB বিশ্বাস করে—
"এই যাত্রা দেশের অগ্রগতির পথে এক সাহসী পদক্ষেপ। স্বাধীনতা রক্ষার স্বার্থে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে দেশের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।"
এই গুরুত্বপূর্ণ কর্মসূচি বেগবান করতে উপস্থিত সকল প্রেস ও মিডিয়া প্রতিষ্ঠান এবং সাংবাদিকবৃন্দকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানানো যাচ্ছে।

