নিম্নশ্রেণীর কর্মকর্তাদের জন্য শাস্থির আইন তৈরি হলেও উচ্চ শ্রেণীর কর্মকর্তাদের ধরা ছোয়ার বাহীরে কেন

নিম্নশ্রেণীর কর্মকর্তাদের জন্য শাস্থির আইন তৈরি হলেও উচ্চ শ্রেণীর কর্মকর্তাদের ধরা ছোয়ার বাহীরে কেন?


২৭ তারিখ বিকাল ৩ টা জাতীয় প্রেস ক্লাবে সামনে মৌলিক বাংলা একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।

সমাবেশের প্রধান অতিথি হিসাবে ছিলেন আমজনতা দলের তারেক।



তিনি বলেন -শুধু মাত্র হাসনাত আর সারজিত নিজেদের মত আইন বানাবে আর তা সবাই গ্রহণ করে নিবে।এটা সরকার ভেবেছে আর কারো সহযোগীতার প্রয়োজন নাই।কেউ পাশ থেকে সার্পোটেরও প্রয়োজন নাই সব নিজেরা নিজেরা তৈরি করে পেলবে।



তিনি আরো বলেন সচিবালয়ে যে আইনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।তা যদি সকল দলের ঐক্য মতে তৈরি হত তাহলে আজকের এমন পরিস্থিতি তৈরি হত না।তিনি আহব্বান জানান যে কোনো সিন্ধান্তে যে সকল দলের ঐক্যের মত করা হয়।

এতে করে সরকার উপর কোনো চাপ সৃষ্টি করতে পারবে না।কারণ তা তখন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

Post a Comment

Previous Post Next Post